14 March 2013

একটি জিমেইল আইডিই আপনার লাখ লাখ আইডি!!!!



সালাম শুভেচ্ছা নিবেন, আশাকরি সকলে ভালো আছেন gmail বর্তমান সময়ে সম্ভবত সব থেকে জনপ্রিয় ইমেইল সার্ভিস প্রোভাইডার আমরা সবাই কম বেশী জিমেইল ব্যবহার করি বা করে থাকি জিমেইল এর অনেক ফিচার এর পাশাপাশি এর সহজ সাবলীল উপস্থাপনাই এনে দিয়েছে এই বিপুল জনপ্রিয়তা আজ আপনাদের সাথে শেয়ার করব জিমেইল এর সহজ কিন্তু খুবই কার্যকরী টা ট্রিক এটা হচ্ছে আপনার একটাই জিমেইল আইডি কে আপনি কিভাবে মিলিয়নবিলিয়ন আইডি হিসেবে ব্যবহার করতে পারবেন

আসুন দেখে নেই কিভাবে:
. ডোমেইন নাম চেঞ্জ করে
** ধরুন আমার  একটা  জিমেইল আইডি আছে এবং সেটা হচ্ছে  ‍rejwanulhaq@gmail.com . এখন আমি ফেসবুক একটা আইডি খুললাম এই ইমেইল আইডি টি ব্যবহার করে আপনার কি মনে হয় আমি আবারো এক আইডি ব্যবহার করে আর আইডি খুলতে পারব ফেসবুক ? না , তাই না ? কিন্তু আসলে তা সম্ভব এই একই আইডি ব্যবহার করে যেমন আমি যদি   ‍rejwanulhaq@gmail.com এর  জায়গায় লিখি  ‍rejwanulhaq@googlemail.com তাহলে এটা ফেসবুক এর  সার্ভার দেখাবে ভিন্ন  দুইটি আইডি হিসেবে কিন্তু আসলে এটা ওই আগের আইডি এর মিররদুইটা আইডি এর ইনবক্স কিন্তু একটাই !
2. + জুড়ে দিয়ে:
**জিমেইল এর আসল আইডি  ‍rejwanulhaq@gmail.com @ এর আগে এবং  rejwan  এর পর আপনি যা ইচ্ছা তাই লেজুড় জুড়ে দিতে পারেন শুধু মাঝে একটা “+” চিহ্ন থাকতে হবে যেমন ধরুন  rejwanul+bhat.khamu.na@gmail.comrejwan+ahad@gmail.com  ইত্যাদি। আপনার যত ইচ্ছা আপনি তত গুলো আইডি এভাবে বানাতে পারেন শুধু + এবং লেজুড় জুড়ে দিয়ে সব কিন্তু আসল আইডি ‍rejwanulhaq@gmail.com মিরর হবে অর্থাৎ এর যেকোনো টার ইনবক্স হবে আসল আইডি এর ইনবক্স ! ! !
3. (.) Dot  চিহ্ন ব্যবহার করে:
**আসল আইডি ‍rejwanulhaq@gmail.com এর যে কোন  জায়গায় যে কোন ভাবে ডট চিহ্ন (.)  ব্যবহার করে আপনি তৈরি করতে পারেন মিলিয়ন বিলিয়ন মিরর আইডি যেমন ‍rejwanul.haq@gmail.com , ‍rej.wa.n.u.l.h.aq@gmail.com , এগুলর সবগুলই কিন্তু আপনার আসল আইডি এর মিরর আইডি হবে অর্থাৎ এগুলর যেকোনো একটা তে যে কোন মেইল আসলে তা কিন্তু মূল আইডি ‍rejwanulhaq@gmail.com এর ইনবক্সেই পাওয়া যাবে কিন্তু যেকোনো  সার্ভার এটাকে এক বলে চিনতে পারবে না identical difference  এর জন্য এগুলর প্রত্যেকটাকে একটা  ভিন্ন আইডি হিসেবে গননা করবে যে কোন সার্ভার ! কিন্তু এখানে একটা কথা আছে,আপনি ডট ব্যবহার করে যে আইডি টি লেখবেন সেটি যদি অন্য কেউ আগে থেকেই ব্যবহার করতে থাকে তাহলে আর কাজ করবেনা।কারন যেহেতু GMAIL ডট Allow করে তাই অন্য যে কারো নামেই অ্যাকাউন্ট থাকতে পারে তাই ডট গুলো দেওয়ার সময় একটু সাবধানতা গ্রহন করবেন।
এই ভাবেই আপনি আপনার জিমেইল আইডি থেকে কোন কষ্ট ছাড়াই  সর্বাধিক ফায়দা নিতে পারেন আশা করি আপনাদের ভালো লেগে থাকবে লেখা টি। কাজে  লেগে থাকলে তো  কথাই নেই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ

No comments:

Post a Comment