18 December 2012

UC ব্রাউজারে বাংলা দেখুন।


UC ব্রাউজারে বাংলা দেখতে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
এই পদ্বতি অনুসরণ করতে আপনার কাছে থাকতে হবে
একটি বাংলা ইউনিকোড ' সোলেমানলিপি ফন্ট ' ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকেঃ

http://www.omicronlab.com/download/fonts/SolaimanLipi_20-04-07.ttf

এবার পিসিতে এই সোলেমানলিপির চারটি কপি করে যথাক্রমে

> S60SNR
> S60SSB
> S60TSB
> S60ZDIGI

এই চারটি নামে রিনেম করে নিন ,

*
লক্ষ করুন এক ই ফন্ট
চারটি কপি করে
চারটি ভিন্ন নামে রিনেম করতে হবে
এবার
আপনার মোবাইল টিকে ডাটা ক্যাবল দিয়ে পিসির সাথে সংযুক্ত করুন ,
অথবা
মেমোরী কার্ড রিডারের মাধ্যমে মেমোরী কার্ডটি পিসিতে সংযুক্ত করুন ।

মেমোরী কার্ডে আপনি resource নামে একটি ফোল্ডার দেখতে পাবেন ( খুজে না পেলে ভিউ হিডেন ফোল্ডার অপশন চালু করুন ) ।
এই resource ফোল্ডারের ভিতরে fonts নামের নতুন একটি ফোল্ডার তৈরি করুন ।
সবশেষে ,
আপনার পিসিতে রিনেম করে রাখা সোলেমানলিপি ফন্টের ওই চারটি কপি করুন ,
নতুন fonts নামের ফোল্ডারটিতে পেস্ট করুন ।
কাজ শেষ ।

এবার মেমোরি কার্ড টি ফোনে লাগিয়ে অথবা ফোন থেকে ডাটা ক্যাবল খুলে , হ্যান্ডসেটটি একবার রিস্টার্ট করুন ।

এখন আপনার UC ব্রাউজার চালু করে পরিক্ষা করে দেখুন পরিস্কার বাংলা দেখতে পারছেন । :)
BYE>>>

No comments:

Post a Comment