14 March 2013

গুগল থেকে ফাইল খুজে বের করার চেয়ে সহজ আর কিছু নাই!!!



সালাম নিবেন আশাকরি সকলে ভালো আছেন আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জিনিষ যেমন- মিউজিক, ভিডিও সফটওয়ার ইত্যাদির প্রয়োজন হয় এখন যেটি আপনার প্রয়োজন সেটি যদি আপনার কম্পিউটারের হার্ডডিস্কে না থাকে বা কোন নিকট বন্ধুর কাছেও যদি না পান তাহলে? হ্যা এখন উপায় শুধু গুগল আর আমরা সবাই জানি যে গুগল থেকে ফাইল খুজে বের করার চেয়ে চীনে গিয়ে কিনে নিয়ে আসা খুব সহজ তাই আর যেন আপনাকে চীনে না যেতে হয় তাই একটা টিপস শেয়ার করব আপনাদের সাথে যার মাধ্যমে আপনি সকল ফাইল এক ক্লিকে পেয়ে যাবেন  গুগল থেকে তাহলে আসুন দেখা যাক
প্রথমে এই কোড টি কপি করুন
-inurl:htm -inurl:html intitle:”index of” ফাইলের ফরম্যাটনাম
উদাহরণ:
1. -inurl:htm -inurl:html intitle:”index of” mp3 “It’s my Life”
2. -inurl:htm -inurl:html intitle:”index of” exe “kmplayer”

No comments:

Post a Comment